kalerkantho

রবিবার । ২৬ মে ২০১৯। ১২ জ্যৈষ্ঠ ১৪২৬। ২০ রমজান ১৪৪০

প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী

নিরাপদ পুষ্টির স্বার্থে ক্ষতিকর ভেজালমুক্ত খাবারে জোর দেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক   

২১ এপ্রিল, ২০১৯ ১৬:৪৩ | পড়া যাবে ১ মিনিটেনিরাপদ পুষ্টির স্বার্থে ক্ষতিকর ভেজালমুক্ত খাবারে জোর দেওয়া হচ্ছে

পুষ্টির উন্নয়নে সরকার আরও বেশি কার্যকর পদক্ষেপ নিচ্ছে। পুষ্টিকর নিরাপদ খাদ্য নিশ্চিতে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপদ পুষ্টির স্বার্থে ক্ষতিকর রাসায়নিকমুক্ত ও ভেজালমুক্ত খাবারে জোর দেওয়া হচ্ছে। 

জাতীয় পুষ্টি পরিষদের উদ্যোগে পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, স্বাস্থ্য সচিব(সেবা) আসাদুল ইসলাম, স্বাস্থ্য সচিব (শিক্ষা) জিএম সালেহউদ্দিন, অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান, জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো. শাহনেওয়াজসহ বক্তব্য দেন।

প্রেসব্রিফিংয়ে জানানো হয়, আগামী ২৩-২৯ এপ্রিল জাতীয় ভাবে দেশে পুস্টিসেবা সপ্তাহ পালন করা হবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। এসময় পুষ্টি মেলা, বৈজ্ঞানিক সেমিনার, মাতৃপুষ্টি, শিশু পুষ্টি, বয়স্কদের পুষ্টি নিয়ে ঢাকাসহ সারাদেশে প্রচারণামূলক কমূসচি চলবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী জানান, শিগগিরই দেশের সব হাসপাতাল, বাস স্টেশন, লঞ্চ স্টেশন, রেল স্টেশন, অফিন-আদালতে ব্রেস্ট ফিডিং কর্নাও আরও কার্যকর করার ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য