kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

ইস্ট ওয়েস্ট মিডিয়া পরিদর্শনে বিদেশি সাংবাদিকরা

কালের কণ্ঠ অনলাইন   

১৬ এপ্রিল, ২০১৯ ১১:০০ | পড়া যাবে ১ মিনিটেইস্ট ওয়েস্ট মিডিয়া পরিদর্শনে বিদেশি সাংবাদিকরা

বিভিন্ন দেশের সাংবাদিক-লেখকরা গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠানগুলো পরিদর্শন শেষে ফটোসেশনে অংশ নেন। ছবি : কালের কণ্ঠ

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডাব্লিউএমজিএল) অধীভুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত বিভিন্ন দেশের সাংবাদিক-লেখকরা। গতকাল সোমবার তাঁরা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

এ সময় প্রতিষ্ঠানগুলোর সম্পাদকরা উপস্থিত ছিলেন। তাঁরা সফররত সাংবাদিকদের সামনে দেশের সবচেয়ে বড় এ মিডিয়া গ্রুপের বিভিন্ন দিক তুলে ধরেন। অংশ নেন মতবিনিময়েও। সেখানে কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, কনসালট্যান্ট এডিটর নাদিম কাদির, বাংলানিউজ টোয়েন্টি ফোরের সম্পাদক জুয়েল মাজহার, নিউজটোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক হাসনাইন খোরশেদ, হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ভিজিট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় ২৬টি দেশের ৪৮ জন সাংবাদিক বাংলাদেশ সফরে এসেছেন।

মন্তব্যসাতদিনের সেরা