সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১
ঢাকার ধামরাইয়ে রোকেয়া বেগম (৪৫) ও সাথী আক্তার (২২) নামে দুই জন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার শ্রীরামপুর ও তালতলা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রোকেয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের জিন্নত আলী দেওয়ানের স্ত্রী ও সাথী পৌরসভার ছোট চন্দ্রাইলের তালতলা এলাকার বিজয় হোসেনের স্ত্রী।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রোকেয়া পারিবারিক কলহের ঘটনায় গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যর মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে সাথী আক্তারের বিয়ের পর থেকেই বুকের বাম পাশে ব্যথায় ছটফট করতো। পরে সোমবার সকালে তার বুকের ব্যথা তীব্র হলে সাভারে গণ স্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাথীর মা মমতাজ বেগম থানায় গিয়ে এ বিষয়টি জানায়। পরে তিনি বাদি হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।
মন্তব্য