kalerkantho

বুধবার । ২৪ জুলাই ২০১৯। ৯ শ্রাবণ ১৪২৬। ২০ জিলকদ ১৪৪০

ড. কামাল বললেন

ভোট ডাকাতি করে ক্ষমতায় যাওয়া প্রতারণার শামিল

কালের কণ্ঠ অনলাইন   

২৭ মার্চ, ২০১৯ ২০:১৩ | পড়া যাবে ১ মিনিটেভোট ডাকাতি করে ক্ষমতায় যাওয়া প্রতারণার শামিল

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, কাল্পনিকভাবে নির্বাচনের আগের রাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করা প্রতারণার শামিল। এটা শুধু জনগণের সঙ্গেই প্রতারণা নয় বরং স্বাধীনতার শহিদদের সঙ্গেও প্রতারণা করা হয়। নির্বাচনের আগের রাতে ভোট ডাকাতি করে ক্ষমতা নেওয়ার জবাব জনগণ আদায় করবেই।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলার হল রুমে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গণফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

এ বছরের মধ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে ড. কামাল বলেন, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হলে সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত হয়। আমরা সংঘাত ও সংঘর্ষ চাই না। এতে দেশের অর্থনৈতিক শাসন ব্যবস্থা ও দেশের অনেক ক্ষতি হয়।

তিনি বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। সংবিধানে এই কথা উল্লেখ রয়েছে। আর এই সংবিধানে এক নম্বর স্বাক্ষর হচ্ছে বঙ্গবন্ধুর।

এ সময় বক্তব্য রাখেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণফোরাম থেকে সূর্য প্রতীক নিয়ে নির্বাচিত হওয়া মোকাব্বির খান,অ্যাডভোকেট জগলুল আফ্রিকসহ অনেকেই।

মন্তব্য