kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১         

রো‌হিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে সহায়তা করছে জা‌তিসংঘ

কূট‌নৈ‌তিক‌ প্রতিবেদক   

২৪ মার্চ, ২০১৯ ০০:২৭ | পড়া যাবে ১ মিনিটেরো‌হিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে সহায়তা করছে জা‌তিসংঘ

আশ্রিত রো‌হিঙ্গা‌দের একাংশ‌কে কক্সবাজার থে‌কে নোয়াখালী‌র ভাসানচ‌রে স্থানান্ত‌রে বাংলা‌দে‌শকে সহায়তা করার উদ্যোগ নি‌চ্ছে জা‌তিসংঘ। এ সংক্রান্ত এক‌টি ন‌থির বরাত দি‌য়ে বার্তা সংস্থা রয়টার্স শ‌নিবার রা‌তে এ তথ্য জানায়। 

রয়টার্স দা‌বি ক‌রে‌ছে, তারা ন‌থিটি দে‌খে‌ছে। 

রয়টার্স জানায়, জা‌তিসং‌ঘের খাদ্য সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূ‌চি সময়সীমা ও বা‌জেটসহ এক‌টি প‌রিকল্পনা বাংলা‌দেশ সরকার‌কে দি‌য়ে‌ছে। সেখা‌নে মান‌বিক নী‌তি সমুন্নত রে‌খে স্বেচ্ছায় যে‌তে আগ্রহী‌দের ভাসানচ‌রে স্থানান্তর করার কথা বলা হ‌য়ে‌ছে।

গত ১২ মে তৈ‌রি করা কন‌সেপ্ট অব অপা‌রেশন্স শীর্ষক ওই ন‌থি‌তে বলা হ‌য়ে‌ছে, ভাসানচ‌রে যে‌তে আগ্রহী রো‌হিঙ্গা‌দের চি‌হ্নিতকরণ, স্থানান্তর ও টেকসই বস‌তির জন্য ৮৬ লাখ থে‌কে এক কো‌টি ৯০ লাখ ডলার তহ‌বি‌লের জন্য বিশ্বের কাছে আবেদন জানা‌নো হ‌তে পা‌রে।

মন্তব্যসাতদিনের সেরা