kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

চীনে গাড়ি হামলায় নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মার্চ, ২০১৯ ১১:২৮ | পড়া যাবে ১ মিনিটেচীনে গাড়ি হামলায় নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

ফাইল ফটো

চীনে পথচারীদের ওপর গাড়ি নিয়ে হামলায় নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। চীনের দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আইয়ের কাছে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, গাড়ি হামলায় যারা জীবন হারিয়েছেন, তাদের প্রতি গভীর গভীর শোক প্রকাশ করছি। তিনি এই ঘটনায় চীন সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান। চীনের এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ তাদের পাশে রয়েছে।

আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য গতকাল শুক্রবার চীনের হাবেই প্রদেশের জাওয়াং শহরে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এতে সাত জন নিহত এবং সাত জন আহত হয়েছেন। তবে পুলিশের গুলিতে গাড়িটির চালকেরও মৃত্যু হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা