kalerkantho

বৃহস্পতিবার । ১২ ডিসেম্বর ২০১৯। ২৭ অগ্রহায়ণ ১৪২৬। ১৪ রবিউস সানি     

আমদানি কমিয়ে দেশীয় ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধির তাগিদ কৃষিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক   

২০ মার্চ, ২০১৯ ০৩:০৬ | পড়া যাবে ১ মিনিটেআমদানি কমিয়ে দেশীয় ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধির তাগিদ কৃষিমন্ত্রীর

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

জনসংখ্যার মাথাপিছু ভোজ্য তেলের ব্যবহার বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধির তাগিদ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। গতকাল মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ে ‘সরিষা-তেলবীজ চাষ সম্প্রসারণ ও ভোজ্য তেলের উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক সভায় মন্ত্রী এ নির্দেশ দেন। 

মন্ত্রী বলেন, তেলবীজ আমদানির ওপর নির্ভরতা কমিয়ে দেশে তেলবীজ চাষের এলাকা বৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধিতে সব ধরনের সহায়তা করা হবে।

তিনি বলেন, ‘আমাদের মাটি ও আবহাওয়া উপযোগী নতুন নতুন তেলবীজের জাত উদ্ভাবন করে ব্যাপক হারে আবাদ করে ভোজ্য তেলের আমদানি হ্রাস করতে হবে। একসময় ভোজ্য তেল হিসেবে সরিষাই প্রধান ছিল। সরিষা শুধু তেলই নয়, এ থেকে পুষ্টিসমৃদ্ধ খৈল পাওয়া যায়, যা আমাদের মৎস্য ও পশু খাদ্য হিসেবে বেশ চাহিদা রয়েছে।’ 

সভায় কৃষিসচিব মো. নাসিরুজ্জামানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা