kalerkantho

গুণী গ্রাহক সম্মাননা পেলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মার্চ, ২০১৯ ২০:৫৩ | পড়া যাবে ২ মিনিটেগুণী গ্রাহক সম্মাননা পেলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান

অগ্রণী ব্যাংকের গুণী গ্রাহক সম্মাননা পেয়েছেন দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আহমেদ আকবর সোবহান।

আজ বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘অগ্রণী ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৯’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। 

অর্থমন্ত্রীর হাত থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষে ক্রেস্ট ও উত্তরীয় গ্রহণ করেন গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. বেলায়েত হোসেন। এসময় বসুন্ধরা গ্রুপের জেনারেল ম্যানেজার (ব্যাংকিং) মো. রাজীব সামাদ উপস্থিত ছিলেন।              

নির্দিষ্ট সময়ের আগেই ঋণ পরিশোধ করাসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট ১৬ জনকে এ পুরস্কার দেওয়া হয়।  

আহমেদ আকবর সোবহান একজন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পদ্যোক্তা। তিনি দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন এ ব্যবসায়ী দেশের শিল্প ও বাণিজ্য খাতকে সুসংহত করতে বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠা করেন। আবাসন দিয়ে শুরু হলেও দিনে দিনে বসুন্ধরা গ্রুপের ব্যবসায় সম্প্রসারিত হয়েছে সিমেন্ট, কাগজ, ইস্পাতজাত পণ্য উৎপাদন, এলপি গ্যাস, বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণসহ জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন খাতে। মিডিয়া খাতেও বসুন্ধরা গ্রুপের রয়েছে বিশাল বিনিয়োগ। 
 
পুরস্কার পাওয়া অন্যরা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, নিটল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী এ এম খোরশেদুল আলম, প্রাণ গ্রুপের পরিচালক উজমা চৌধুরী।       

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস উল ইসলাম প্রমুখ। 

মন্তব্যসাতদিনের সেরা