kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

চকবাজারে অগ্নিকাণ্ডে আহতদের দেখতে হাসপাতালে হিরো আলম

কালের কণ্ঠ অনলাইন   

২২ ফেব্রুয়ারি, ২০১৯ ২২:৪৯ | পড়া যাবে ১ মিনিটেচকবাজারে অগ্নিকাণ্ডে আহতদের দেখতে হাসপাতালে হিরো আলম

রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আহতদের বেশিরভাগই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসি) চিকিৎসাধীন রয়েছেন। তাদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন হিরো আলম।

এ সময় তিনি পুড়ে যাওয়া রোগী ও রোগীর স্বজনদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন।

হিরো আলম পুড়ে যাওয়া রোগীদের বলেন, আপনাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি। আপনারা কোন কিছুর জন্য চিন্তা করবেন না। আল্লাহ আপনাদের সাথে আছেন।

এ সময় বিভিন্ন রোগীর স্বজনদের তিনি নিজ হাতে নিজের ফোন নাম্বার দিতে দেখা যায়।

হিরো আলম বলেন, আমার রাজনীতি মানুষের জন্য। এমপি হলাম কী হলাম না, সেটা বড় কথা না। এমপি হতে পারিনি বলে মানুষের সেবা বন্ধ করব না? এটা হতে পারে না।

তিনি বলেন, এদেশে ধনী লোকের সংখ্যা কম নয়। সবাই যদি ক্ষতিগ্রস্তদের দিকে এগিয়ে আসে, তাহলে পুড়ে যাওয়া রোগীদের ভাল চিকিৎসা হওয়া সম্ভব।

মন্তব্যসাতদিনের সেরা