kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

'এই তদন্ত প্রতিবেদন অবশ্যই আলোর মুখ দেখবে'

কালের কণ্ঠ অনলাইন   

২২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৩:৫৫ | পড়া যাবে ২ মিনিটে'এই তদন্ত প্রতিবেদন অবশ্যই আলোর মুখ দেখবে'

সংগৃহীত ছবি

এই তদন্ত প্রতিবেদন অবশ্যই আলোর মুখ দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির প্রধান প্রদীপ রঞ্জন চক্রবর্তী। তিনি আরো বলেন, এ কারণেই আমরা ঘটনাস্থলে সবার সঙ্গে কথা বলছি।

আজ শুক্রবার সকালে চকবাজারের চুড়িহাট্টায় পুড়ে যাওয়া ভবনগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, আমরা তদন্ত কমিটির সদস্যরা সকালে এখানে এসেছি। সবার সঙ্গে মতবিনিময় এবং সবকিছু দেখেছি। এখন আমরা তদন্ত কাজ শুরু করব। আমাদের প্রাথমিক কাজ হবে অগ্নিকাণ্ডের উৎস ও কারণ খুঁজে বের করা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সরকারকে কর্মপরিকল্পনা নির্ধারণের পরামর্শ দেওয়া।

তিনি আরো বলেন, আমরা পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি যখন কাজ করব, তখন বিভিন্ন জনের কাছে যাব। কি কারণে দুর্ঘটনা ঘটেছে এগুলো জানার চেষ্টা করব। আজকেই আমরা প্রথম কাজ শুরু করেছি।

এ সময় তদন্ত কমিটির অন্য সদস্য লালাবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহিম হোসেন সাংবাদিকদের বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। যেহেতু এটা মর্মান্তিক ঘটনা, আমরা তদন্ত করবো। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের কাছে সুপারিশ করবো।

উল্লেখ্য, গত বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৬৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও আজ সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বলা হয় মৃতের সংখ্যা ৭০।  

মন্তব্যসাতদিনের সেরা