kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১       

নিহতদের স্মরণে শুক্রবার মসজিদে বিশেষ মোনাজাত

কালের কণ্ঠ অনলাইন   

২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০১:৩৬ | পড়া যাবে ১ মিনিটেনিহতদের স্মরণে শুক্রবার মসজিদে বিশেষ মোনাজাত

ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের আশু আরোগ্য কামনায় শুক্রবার বাদ জুম্মা দেশের সব মসজিদে বিশেষ দোয়া করার জন্য আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। এ ছাড়া তিনি অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনার করার জন্য অনুরোধ জানিয়েছেন।

চকবাজারের অগ্নিকাণ্ডের হতাহতদের ঘটনায় ধর্ম প্রতিমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্যসাতদিনের সেরা