kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার আইনমন্ত্রীর

কালের কণ্ঠ অনলাইন   

২১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:২২ | পড়া যাবে ১ মিনিটেভয়াবহ এই অগ্নিকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার আইনমন্ত্রীর

গতরাতে পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এই দুঃসময়ে ক্ষতিগ্রস্থদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি এই অঙ্গীকার করেন।

শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, ‘শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই। তবে এই দুঃখের সময় আমি তাদের পাশে থাকার অঙ্গীকার করছি। আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি।’

প্রসঙ্গত,  রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে বুধবার রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। এ ঘটনায় ৭৮ জন নিহত হয়েছেন। অর্ধশতাধিক মানুষ আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ ও মিডফোর্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মন্তব্যসাতদিনের সেরা