kalerkantho

চকবাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার : কাদের

কালের কণ্ঠ অনলাইন   

২১ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৫৫ | পড়া যাবে ১ মিনিটেচকবাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার : কাদের

ফাইল ফটো

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে সরকার দাঁড়াবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ ঘটনা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

তিনি বলেন, একুশের প্রহরে পুরান ঢাকায় যে ঘটনা ঘটেছে তা অন্তত হৃদয়বিদারক। এটি মেনে নেয়া কঠিন। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে, থাকব। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াবে, ক্ষতিপূরণ দেবে।

রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ওই ভবনে বুধবার দিবাগত রাত ১০টার পর আগুন লাগে। এতে অন্তত ৭৬ জনের প্রাণহানি ঘটে বলে জানা গেছে।

মন্তব্যসাতদিনের সেরা