kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১              

গুরুতর অসুস্থ কুদ্দুস বয়াতি, হাসপাতালে ভর্তি

কালের কণ্ঠ অনলাইন   

১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:১৫ | পড়া যাবে ১ মিনিটেগুরুতর অসুস্থ কুদ্দুস বয়াতি, হাসপাতালে ভর্তি

লোকগানের জনপ্রিয় গায়ক কুদ্দুস বয়াতি গুরুতর অসুস্থ। খাদ্যনালীর সমস্যায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন কুদ্দুস বয়াতির ছেলে ইলিয়াস। 

ইলিয়াস বলেন, আব্বা গত ৭-৮ দিন ধরে কিছু খেতে পারছিলেন না। দুইদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমরা তাঁকে হাসপাতালে ভর্তি করাই। 

কথা হয় কুদ্দুস বয়াতির সঙ্গেও। এই মুহূর্তে তিনি মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। অসুস্থতায় প্রায় নুয়ে পড়েছেন তিনি। কণ্ঠে উঠে এল সেই শীতলতা। 

কালের কণ্ঠকে তিনি বলেন, 'আমি ৭-৮ দিন ধইরা খাইতে পারি না। আমাগো ময়মনসিংহের এম এ আজিজ সাহেব এইখানে ভর্তি করাইয়া দিছেন। আমার খাদ্যনালীতে কঠিন সমস্যা, ডাক্তাররা চেষ্টা করতাছেন।'

মন্তব্যসাতদিনের সেরা