kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

ইজতেমা ময়দানে জুমার নামাজে লাখো মুসল্লি

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:৩৭ | পড়া যাবে ২ মিনিটেইজতেমা ময়দানে জুমার নামাজে লাখো মুসল্লি

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে জুমার নামাজে অংশ নিলেন কয়েক লাখ মুসল্লি। আজ শুক্রবার দুপুর ১টা ৪২ মিনিটে ইজতেমা ময়দানে এ নামাজ শুরু হয়। এতে ইমামতি করেন কাকরাইল মসজিদের খতিব ও তাবলিগের শূরা সদস্য মাওলানা জোবায়ের। 

বিশ্ব ইজতেমা আয়োজকদের সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার থেকে ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে আজ শুক্রবার সকাল থেকে গাজীপুরসহ আশপাশের অঞ্চলগুলো থেকেও বিপুল সংখ্যক মুসল্লিরা ইজতেমাস্থলে আসতে শুরু করেন। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠসহ আশপাশের খোলা জায়গায় খবরের কাগজ বা নামাজের পাটি বিছিয়ে জুমার নামাজে শরিক হন মুসল্লিরা।

কাপাসিয়া থেকে আসা মুসল্লি আলিমুদ্দিন জানান, বড় জামাতে নামাজ আদায় করার অনেক ফজিলত। তাই জুমার নামাজ আদায় করার জন্য ভোরেই বাড়ি থেকে বের হয়েছি। রাস্তায় তেমন যানজটে পড়তে হয়নি।

এ ছাড়াও ইজতেমা ময়দানে জুমার নামাজে শরিক হন ধর্মমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াইএম বেলালুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজম উল্লাহ খানসহ প্রমূখ।

আয়োজকদের সূত্রে আরো জানা গেছে, আগামীকাল শনিবার মাওলানা জোবায়ের পন্থীদের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত শেষে জোবায়ের পন্থীরা ময়দান ছেড়ে চলে গেলে রবিবার থেকে মাওলানা সা’দ পন্থীদের পরিচালনায় ফের ইজতেমা শুরু হবে। সোমবার মাওলানা সাদ পন্থীদের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৫৪তম বিশ্ব ইজতেমা। 

মন্তব্যসাতদিনের সেরা