kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

সোহরাওয়ার্দীতে অগ্নিকাণ্ড: স্থানান্তরের কারণে শিশুর মৃত্যু!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০১:৪৬ | পড়া যাবে ১ মিনিটেসোহরাওয়ার্দীতে অগ্নিকাণ্ড: স্থানান্তরের কারণে শিশুর মৃত্যু!

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডে রোগী স্থানান্তরের কারণে চিকিৎসাধীন এক শিশু মারা গেছে বলে জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সোহরাওয়ার্দী মেডিক্যালে অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিশু ওয়ার্ডে ভর্তি থাকা ওই শিশুটিকে পাঠানো হয়েছিল পাশের বেসরকারি কেয়ার হাসপাতালে।

তবে দেড় বছর বয়সী শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়েছিল বলে জানিয়েছেন কেয়ার হাসপাতালের মহাব্যবস্থাপক মো. আবদুল্লাহ খান।

তিনি রাতে সাংবাদিকদের বলেন, শিশুটিকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। আগুন লাগার পর অক্সিজেন মাস্ক খুলে তাকে আনা হয়েছিল। আমরা তাকে ডেড হিসেবে পেয়েছিলাম।

আবদুল্লাহ খান বলেন, ওই সময় এত হুড়োহুড়ি ছিল যে তা রাখার অবস্থা ছিল না। শিশুটির স্বজনরা সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে চলে যায়।

ওই সময় উপস্থিত থাকা কেয়ার হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেনও সাংবাদিকদের কাছে একই কথা বলেন।

তবে আগুনে পুড়ে কেউ হতাহত হয়নি বলে স্বাস্থ্যমন্ত্রী ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা