kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

কবি আল মাহমুদের শারীরিক অবস্থার অবনতি

কালের কণ্ঠ অনলাইন   

১২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৫৬ | পড়া যাবে ১ মিনিটেকবি আল মাহমুদের শারীরিক অবস্থার অবনতি

বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম সেরা কবি আল মাহমুদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে তার পরিবার।

আল মাহমুদের পরিবারের পক্ষ থেকে কবির ছোট ছেলে মীর আনিস তার বাবার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত শনিবার রাতে গুরুতর অসুস্থ কবিকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালের ভর্তির পর তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছিলেন, আল মাহমুদ নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। হাসপাতালে ভর্তির পর কবিকে প্রথমে সিসিইউতে ও পরে আইসিইউতে নেওয়া হয়। সেখানে তিনি অধ্যাপক ডা. মো. আবদুল হাইয়ের তত্ত্বাবধানে আছেন।

মন্তব্যসাতদিনের সেরা