kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর

চার লেন হচ্ছে এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক

কালের কণ্ঠ অনলাইন   

২৪ জানুয়ারি, ২০১৯ ১৫:০৪ | পড়া যাবে ২ মিনিটেচার লেন হচ্ছে এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক

ছবি প্রতীকী

উত্তরবঙ্গ যাতায়াতের প্রধান মহাসড়ক হিসেবে পরিচিত এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে চুক্তি সই করেছে নির্মাণ প্রতিষ্ঠান হেগো (চায়না) ও মীর আক্তার (বাংলাদেশ)।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলের ব্লু ওয়াটার গার্ডেনের বল রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এর আওতায় রাস্তাটি নির্মিত হচ্ছে। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে হেগো (চায়না) ও মীর আক্তার (বাংলাদেশ) জেবি।

চুক্তিতে সই করেন সড়ক ও জনপথ বিভাগের পক্ষে প্রকল্প পরিচালক ও সওজের প্রধান প্রকৌশলী শাহরিয়ার হোসেন এবং নির্মাণকারী প্রতিষ্ঠান হেগোর (চায়না) লি শাও মি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

১৯০দশমিক ৪০ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১৬টি জেলার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট তথ্য মতে, সরকার ও এডিবির অর্থায়নে সড়ক ও জনপথ অধিদফতবের বাস্তবায়নাধীন ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্পের আওতায় এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ শীর্ষক কাজের প্যাকেজ এমপি-১-এর লট ডব্লিউপি-০৬ এ ব্যয় হবে ১১৮, ৯৯০ দশমিক ১৩ মার্কিন ডলার।

প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ পর্যন্ত।

মন্তব্যসাতদিনের সেরা