kalerkantho

ওডিআই সিরিজ জেতায় বাংলাদেশ দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ডিসেম্বর, ২০১৮ ১০:৩৫ | পড়া যাবে ১ মিনিটেওডিআই সিরিজ জেতায় বাংলাদেশ দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

ফাইল ফটো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজ জেতায় টাইগারদের রাষ্ট্রপতির অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে আন্তর্জাতিক সিরিজ জেতে বাংলাদেশ ক্রিকেট দল।

রাষ্ট্রপতি এক অভিনন্দন বার্তায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে আন্তর্জাতিক সিরিজ জেতায় জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও অভিনন্দন জানান।

টাইগাররা আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবীয়দের আট উইকেটে হারিয়ে তিন-ম্যাচের সিরিজে ২-১-এ শিরোপা জিতে নেয়।

রাষ্ট্রপতি বাংলাদেশের ক্রিকেট দলের বিজয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সূত্র : বাসস।

মন্তব্যসাতদিনের সেরা