kalerkantho

বিজিবি মহাপরিচালক বললেন

দুটি হেলিকপ্টার কেনা হবে শিগগিরই

কালের কণ্ঠ অনলাইন   

১৩ ডিসেম্বর, ২০১৮ ১২:৫১ | পড়া যাবে ১ মিনিটেদুটি হেলিকপ্টার কেনা হবে শিগগিরই

নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে গত সোমবার দুপুরে খাগড়াছড়ি দুর্গম উত্তর লক্কাছড়া বিওপি ও কান্তালং বিওপি পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। সেখানে তিনি বিজিবি সদস্যদের জানিয়েছেন, শিগগিরই বাহিনীর জন্য দুটি হেলিকপ্টার কেনা হবে।

বিজিবি সূত্র জানায়, সোমবার দুপুরে বিজিবি মহাপরিচালক খাগড়াছড়ির সবচেয়ে দুর্গম সীমান্ত এলাকার বিওপি পরিদর্শন করেন। উত্তর লক্কাছড়া ও কান্তালং বিওপিগুলো এতই দুর্গম যে সেখানে হেঁটে পৌঁছতে চার-পাঁচ দিন সময় লাগে। হেলিকপ্টারে গিয়ে সেখানে মাসে এক-দুইবার রেশন ও তাজা খাবার সরবরাহ করা হয়। মহাপরিচালকের নির্দেশে বিওপিতে যাতায়তের সুবিধার্থে পায়ে চলার রাস্তা করা হচ্ছে। এ ছাড়া এলাকায় মোবাইল টাওয়ার না থাকায় বিজিবির নিজস্ব অর্থায়নে মোবাইল টাওয়ার স্থাপন করা হচ্ছে। বিদ্যুৎ না থাকায় সৌরবিদ্যুতের সাহায্যে বিভিন্ন ধরনের লাইট, ফ্যান ও বৈদ্যুতিক যন্ত্র চালানোর ব্যবস্থা করা হয়েছে। বিজিবি মহাপরিচালক বিওপিতে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়ন অধিনায়কদের বিওপির উন্নয়নে নতুন নতুন উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন।

মন্তব্যসাতদিনের সেরা