kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

দুর্নীতি আমাদের একটি জাতীয় ব্যাধি : প্রধান বিচারপতি

কালের কণ্ঠ অনলাইন   

৯ ডিসেম্বর, ২০১৮ ১৪:২৬ | পড়া যাবে ১ মিনিটে



দুর্নীতি আমাদের একটি জাতীয় ব্যাধি : প্রধান বিচারপতি

ছবি অনলাইন

প্রধান বিচারপতি  সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, দুর্নীতি আমাদের একটি জাতীয় ব্যাধি। এটি সমাজে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে। সুষম রাষ্ট্রীয় উন্নয়ন ব্যাহত করে। জাতীয় এই সমস্যা প্রতিরোধে দুদককে একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে।

আজ রবিবার বেলা ১১টায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে দুর্নীতিবিরোধী এক সমাবেশে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

দুর্নীতি রোধে দেশের যুবসমাজের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধান বিচারপতি বলেন, দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে স্বাধীনতার স্বপ্নকে ধূলিস্যাৎ করেছে। কাজেই দেশের যুবসমাজ রুখে দাঁড়ালে আর কেউ দুর্নীতির সুযোগ পাবে না।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ সমাবেশের আয়োজন করে।

প্রধান বিচারপতি দুদক প্রসঙ্গে বলেন, এই প্রতিষ্ঠান (দুদক) সৃষ্টির ফলে ক্ষমতাধর দুর্নীতিবাজরা শঙ্কিত হয়ে পড়েন। নৈতিক আদর্শ ও নৈতিক অবস্থান সৃষ্টির জন্য আমাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

মন্তব্য



সাতদিনের সেরা