kalerkantho

সোমবার । ২৬ আগস্ট ২০১৯। ১১ ভাদ্র ১৪২৬। ২৪ জিলহজ ১৪৪০

খালেদা জিয়ার মনোনয়ন তিন আসনেই স্থগিত

কালের কণ্ঠ অনলাইন   

৮ ডিসেম্বর, ২০১৮ ১৪:০০ | পড়া যাবে ১ মিনিটেখালেদা জিয়ার মনোনয়ন তিন আসনেই স্থগিত

ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসন থেকে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানি করা হয়েছে। তবে নির্বাচন কমিশনের (ইসি) শুনানিতে মনোনয়ন স্থগিত করা হলেও পরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

আজ শনিবার আপিলের শুনানি শেষে তিন আসনেই খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করে ইসি। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া লড়তে পারবেন কি না, তা এখনো সিদ্ধান্তহীন রইল।

খালেদা জিয়ার পক্ষ থেকে ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়া হয়। তবে তিনি দুই বছরের বেশি দণ্ডিত হওয়ায় রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন। এরপর খালেদা জিয়ার পক্ষ থেকে আপিল করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা