kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

বদরুদ্দোজা চৌধুরীর বাসায় ভারতীয় হাইকমিশনার

কালের কণ্ঠ অনলাইন   

১৯ নভেম্বর, ২০১৮ ১৬:২২ | পড়া যাবে ১ মিনিটেবদরুদ্দোজা চৌধুরীর বাসায় ভারতীয় হাইকমিশনার

ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী তাঁর নিজ বাসভবনে বৈঠক করেছেন।

আজ সোমবার দুপুর ১টার পর বি চৌধুরীর বারিধারার বাসায় প্রবেশ করেন হর্ষ বর্ধন শ্রীংলা। এ সময় বিকল্পধারার প্রে‌সি‌ডিয়াম সদস্য মাহী বি চৌধুরী তাঁকে স্বাগত জানান। দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত এ বৈঠক চলে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, যুক্তফ্রন্টের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাহী বি. চৌধুরী। অন্যদিকে হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের একটি প্রতিনিধি দল।

মন্তব্যসাতদিনের সেরা