kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১         

বিজিবির রামু আঞ্চলিক সদর দপ্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কালের কণ্ঠ অনলাইন   

৮ নভেম্বর, ২০১৮ ১২:৩০ | পড়া যাবে ১ মিনিটেবিজিবির রামু আঞ্চলিক সদর দপ্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবগঠিত রামু রিজিয়নের সদর দপ্তরের উদ্বোধন করেছেন। বিজিবি সদর দপ্তর থেকে একই সময়ে বাহিনীটির নারায়ণগঞ্জ ও গাজীপুর ব্যাটালিয়নেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পিলখানায় আজ বৃহস্পতিবার সকালে বিজিবি সদর দপ্তরে পতাকা উত্তোলনের মাধ্যমে আঞ্চলিক সদর দপ্তর এবং ব্যাটালিয়ন দুটির পতাকা উত্তোলনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

রামু আঞ্চলিক সদর দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির একটি সুসজ্জিত দল সামরিক রীতিতে কুচকাওয়াজের মাধ্যমে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানায়। এরপর দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে বিজিবি, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

রামু আঞ্চলিক সদর দপ্তরের উদ্বোধন উপলক্ষে বিজিবি সদর দপ্তর প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে পিলখানাস্থ বীর উত্তম ফজলুল রহমান খন্দকার মিলনায়তনে বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা এবং সদস্যদের নিয়ে দরবারে মিলিত হন প্রধানমন্ত্রী।

মন্তব্যসাতদিনের সেরা