kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

হাসপাতাল থেকে কারাগারে খালেদা জিয়া

কালের কণ্ঠ অনলাইন   

৮ নভেম্বর, ২০১৮ ১১:৩১ | পড়া যাবে ১ মিনিটেহাসপাতাল থেকে কারাগারে খালেদা জিয়া

ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হলো আজ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি কারাগারে পৌঁছান।

নাইকো দুর্নীতি মামলার বিচারের জন্য খালেদা জিয়াকে পুরানো কেন্দ্রীয় কারাগারে আনা হয় বলে জানা গেছে। কারাগার ভবনে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে এ মামলার বিচার অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। সেখান থেকে আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে কালো রঙের একটি গাড়িতে করে তাকে কারাগারে স্থানান্তর শুরু হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার পুরানো কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। এরপর তাকে চিকিৎসার জন্য বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়।

কারাগারে বন্দি অবস্থায় খালেদা জিয়া অসুস্থ বলে বিএনপি দাবি করে আসছিল। একইসঙ্গে তার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করানোর দাবি করছিল দলটি। তবে খালেদা জিয়াকে বেশ কয়েকবার চিকিৎসার জন্য বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়।

সর্বশেষ গত ৬ অক্টোবর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা