kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

নির্বাচন কমিশনের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

'গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহযোগিতা করতে প্রস্তুত ইইউ'

কালের কণ্ঠ অনলাইন   

১৮ অক্টোবর, ২০১৮ ১৫:৫৬ | পড়া যাবে ১ মিনিটে'গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহযোগিতা করতে প্রস্তুত ইইউ'

ইইউ দূত রেনজি তিরিংক

আগামী সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলতে সহযোগিতা করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রস্তুত বলে জানিয়েছেন ইইউ দূত রেনজি তিরিংক। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব বিষয় জানান তিনি।

আগামী সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশ্রহণমূলক হওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইইউ দূত। সাংবাদিকদের তিনি বলেন, আগামী নির্বাচনের প্রক্রিয়া ও পরিবেশ দেখতে নভেম্বরের শেষ সপ্তাহে দুজন ইইউ প্রতিনিধি বাংলাদেশে এসে  কয়েক সপ্তাহ অবস্থান করবেন।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কোনো সহযোগিতার দরকার হলে তা করার জন্য প্রস্তুত ইইউ।

বৈঠকে ইইউ প্রতিনিধিদলের অন্য ছয় প্রতিনিধি, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ নির্বাচন কমিশনাররা ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা