kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক

কালের কণ্ঠ অনলাইন   

১৮ অক্টোবর, ২০১৮ ১৫:৩৮ | পড়া যাবে ১ মিনিটেআইয়ুব বাচ্চুর মৃত্যুতে প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক

ফাইল ফটো

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় মন্ত্রী বলেন, আইয়ুব বাচ্চু মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির একজন কৃতী সঙ্গীতশিল্পী ছিলেন। তার অকাল মৃত্যুতে জাতি একজন অসাধারণ গুণী সঙ্গীত পরিচালক ও গায়ককে হারালো। তার মৃত্যুতে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হলো। তার গান যুগে যুগে মানুষকে প্রেরণা যোগাবে।

মন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান আইয়ুব বাচ্চু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

মন্তব্যসাতদিনের সেরা