kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

আইপিইউ সম্মেলনে স্পিকার

প্রযুক্তির ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে সাংসদদের ভূমিকা গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক   

১৬ অক্টোবর, ২০১৮ ২৩:০০ | পড়া যাবে ৩ মিনিটেপ্রযুক্তির ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে সাংসদদের ভূমিকা গুরুত্বপূর্ণ

ছবি: কালের কণ্ঠ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বিশ্বে সৃজনশীলতা ও প্রযুক্তির ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংসদীয় কূটনীতি বৃদ্ধি করে অভিজ্ঞতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে সংসদ সদস্যদের জনকল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তাই সমতার ভিত্তিতে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে আইপিইউ সদস্য রাষ্ট্রগুলোর সংসদ সদস্যদের সেই সুযোগ কাজে লাগাতে হবে।

আজ মঙ্গলবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ)-এর ১৩৯তম এসেম্বলীতে উদ্ভাবন ও প্রযুক্তিগত পরিবর্তনের যুগে শান্তি ও উন্নয়নে সংসদীয় নেতৃত্ব’ শীর্ষক সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস, এ বি তাজুল ইসলাম, মমতাজ বেগম, কে এইচ আজিজুল হক, আশেক উল্লাহ রফিক, মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী ও শামীম হায়দার পাটোয়ারী উপস্থিত ছিলেন।

স্পিকার বলেন, সকল সদস্য রাষ্ট্র একসঙ্গে কাজ করলে জনগণের শান্তি ও উন্নয়ন নিশ্চিত হয়। জনকল্যাণে বিশ্বের সকল সংসদ সদস্যগণ সোচ্চার হলে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা সম্ভব। তবে এ ক্ষেত্রে কর্মসংস্থান যাতে ব্যাহত না হয় সেদিকেও নজর রাখতে হবে। তিনি আরো বলেন, স্বাস্থ্য, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার, গবেষণা, পরিবেশগত, অবকাঠামোগত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা প্রভৃতি ক্ষেত্রে সৃজনশীলতা ও প্রযুক্তির ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করতে পারলে শান্তি ও উন্নয়ন নিশ্চিত হবে।

ড. শিরীন শারমিন বলেন, ই-পার্লামেন্টের আওতায় সংসদ সদস্যগণ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে পারেন। এ জন্য গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। সকল সংসদ সদস্যকে জনগণের কল্যাণেই কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ দশমিক ৮৬ ভাগ। ইতিমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে। আজকের ডিজিটাল বাংলাদেশ ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে।

স্বাস্থ্য সেবা কমিটি : ১৩৯তম আইপিইউ এসেম্বলীর অপর একটি ইভেন্টে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য ডা. হাবিবে মিল্লাত এমপি সর্ব সম্মতভাবে আইপিইউ’র স্বাস্থ্য সেবা কমিটির সভাপতি পুন:নির্বাচিত হয়েছেন। ১৯০টি দেশের ২৫০০-এর বেশি সদস্য এ সভায় অংশ নেয়। এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষে ডা. মিল্লাত ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস কমিটিতে সকলের জন্য স্বাস্থ্য সেবা বিষয়টি প্রস্তাব করলে তা পরবর্তী সম্মেলনে উত্থাপনের জন্য গৃহীত হয়।

মন্তব্যসাতদিনের সেরা