kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

ঢাবির 'ঘ' ইউনিটের ফল প্রকাশ আজ বিকেলে

কালের কণ্ঠ অনলাইন   

১৬ অক্টোবর, ২০১৮ ১১:৫৯ | পড়া যাবে ২ মিনিটেঢাবির 'ঘ' ইউনিটের ফল প্রকাশ আজ বিকেলে

আজ বিকেলে সাড়ে ৩টার দিকে প্রকাশিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল। সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
 
এর আগে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে আজ মঙ্গলবার দুপুর ১টায় এ ফল প্রকাশ করা হবে। পরে জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে তা স্থগিত করা হয়। 

গত শুক্রবার ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে এ পরীক্ষায়। অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত শুক্রবার রাতে ৬ জনকে আটক করে থানায় হস্তান্তর করে। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। ইতিমধ্যে ডিজিটাল জালিয়াতির প্রমাণও পেয়েছে তদন্ত কমিটি। 

ওই তদন্ত কমিটি তাদের প্রতিবেদন ও সুপারিশ সোমবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়েছে। শুক্রবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত ৮১টি কেন্দ্রে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু পরীক্ষার পূর্বে বেলা ৯টা ১৭ মিনিটে অনেক ভর্তিচ্ছুর হোয়াটস অ্যাপ, মেসেঞ্জারে সাদা কাগজে উত্তর লেখা সংবলিত প্রশ্ন আসে। অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া ৭২টি প্রশ্ন ও উত্তর হুবহু মিলে যায়।

মন্তব্যসাতদিনের সেরা