kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১              

হিলির ২০ স্থানে শারদীয় দুর্গোৎসব

হিলি (দিনাজপুর) প্রতিনিধি    

২৬ সেপ্টেম্বর, ২০১৮ ১০:৩১ | পড়া যাবে ১ মিনিটেহিলির ২০ স্থানে শারদীয় দুর্গোৎসব

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিবছর দুর্গোৎসবকে ঘিরে হিলি সীমান্ত এলাকা উৎসব মুখরিত হয়ে ওঠে। আর সীমান্ত এলাকা পরিণত হয় দুই বাংলার মিলন মেলায়।

এবারো সীমান্তবর্তী হিলিতে দুর্গাপূজা হবে উৎসব মুখরতায়। বর্ষা মৌসুমের কারনে এবারে খানিকটা আগে ভাগেই হিলির মন্দিরে মন্দিরে বেশ জোরেসোরেই প্রতিমা তৈরির কাজ শেষ করে তা শুকানোর কাজ চলছে। আর কয়েকদিন পরই শিল্পীর রং তুলিতে ফুটে উঠবে প্রতিমার ঝলমলে অবয়ব।

হিলির সীমান্তবর্তী এলাকাজুড়ে এবার ২০টি স্থানে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় দর্শনার্থীদের সংখ্যা বেড়ে ওঠায় দর্শনার্থীদের অনুরোধেই প্রতিমার আকার বড় করা হয়েছে। এ কারণে প্রতিমা তৈরিসহ আনুসঙ্গিক উপকরণের বাজেট বাড়িয়ে দিয়েছে উদযাপন কমিটি। পূজা উদযাপনের ব্যাপক প্রস্তুতি নিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা।

হিলির গোহাড়া পূজা উদযাপন কমিটির জনার্ধন চন্দ্র রায় বলেন, গেল বারের চেয়ে আয়োজন বাড়ানো হয়েছে। দর্শনার্থীদের আগমন বাড়বে। সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা উদযাপন করতে পারব আমরা।

মন্তব্যসাতদিনের সেরা