kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

সিঙ্গাপুর গেছেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক    

২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০৩:০৫ | পড়া যাবে ১ মিনিটেসিঙ্গাপুর গেছেন এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ। ফাইল ছবি

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পাঁচ দিনের সফরে সিঙ্গাপুর গেছেন। তাঁর এ সফর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বলে দলীয় সূত্রে জানা গেছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও মেজর মো. খালেদ আখতার (অব.)।
 
এরশাদকে বিদায় জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, মো. আবুল কাশেম, সৈয়দ আবু হোসেন বাবলা, আলহাজ সাহিদুর রহমান টেপা, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, রত্না আমিন হাওলাদার, ব্যারিস্টার দিলারা খন্দকারসহ আরো অনেকে।

মন্তব্যসাতদিনের সেরা