kalerkantho

বৃহস্পতিবার । ১৬ আশ্বিন ১৪২৭ । ১ অক্টোবর ২০২০। ১৩ সফর ১৪৪২

সিনহার বিরুদ্ধে মামলার বিষয়ে যা বললেন দুদক চেয়ারম্যান

কালের কণ্ঠ অনলাইন   

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:৩৩ | পড়া যাবে ২ মিনিটেসিনহার বিরুদ্ধে মামলার বিষয়ে যা বললেন দুদক চেয়ারম্যান

দেশত্যাগী সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শেষে মামলা হবে, এমন মন্তব্য করে দেওয়া আইনমন্ত্রীর বক্তব্যের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেলে যে কারও বিরুদ্ধে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। এস কে সিনহার দুর্নীতির বিষয়েও তথ্য প্রমাণ পেলেই তদন্ত করবে কমিশন।

সিনহার দুর্নীতির তদন্ত প্রসঙ্গে সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আইনমন্ত্রী জানিয়েছেন তদন্ত শেষ হলে মামলা হবে, এই বিষয়ে জানতে চাইলে ইকবাল মাহমুদ বলেন, ‘আইনমন্ত্রী বলতেই পারেন। কিন্তু মন্ত্রীর কথায় তো মামলা হবে না। মন্ত্রীর কথায় অনুসন্ধান হবে না। সুতরাং আইনমন্ত্রী যা বলছেন তার নিজের কথা সেটা উনাকে জিজ্ঞাসা করবেন। আইনমন্ত্রীর কথার কোনো প্রভাব দুদকে পড়ার সম্ভাবনা নাই।’

দুদকের আইনজীবীর বক্তব্য অনুযায়ী তদন্ত শেষ পর্যায়ে কিনা সাংবাদিকরা জানতে চাইলে ইকবাল মাহমুদ বলেন, ‘আমরা যে আইনজীবী রাখি তা মামলার জন্যে। আইনজীবী যা বলেছে এটা তার নিজস্ব কথা।’

তিনি আরও বলেন, ‘এছাড়া আইনমন্ত্রী যা বলেছেন তার নিজের বিষয়। আর সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান হচ্ছে কি হচ্ছে না তার জবাব আমরা এখন দেবো না। অবৈধভাবে একটা ঋণের বিষয়ে অনুসন্ধান চলছে। আর একটার সঙ্গে আরেকটি টানবেন না। এইটা অনেক বড় বিষয়। আমাদের বিব্রত না করাই ভালো। আমাদের উকিল বিভিন্ন মামলার উকিল। উনি আমাদের স্থায়ী উকিল না। আমরা রাষ্ট্রের একটি দায়িত্বশীল সংস্থা। আমরা তো মেঠো বক্তব্য দিতে পারবো না। আমরা দেখি প্রমাণ আছে কিনা।’

এক সাংবাদিক প্রশ্ন করেন, প্রমাণ পেলে কি করবেন। উত্তরে ইকবাল মাহমুদ বলেন, ‘প্রমাণ থাকলে আপনার বিরুদ্ধেও মামলা হতে পারে।’

মন্তব্যসাতদিনের সেরা