kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

পোশাক শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় টেলিনর হেলথের নতুন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক   

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০১:১৫ | পড়া যাবে ১ মিনিটেপোশাক শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় টেলিনর হেলথের নতুন কার্যক্রম

পোশাক শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে এলো টেলিনর গ্রুপের ডিজিটাল স্বাস্থ্যসেবাদাতা প্রতিষ্ঠান টেলিনর হেলথ। বৃহস্পতিবার রাতে রাজধানীর র্যাডিসন ওয়াটার গার্ডেনে ‘সুস্থ শ্রমিক; শক্তিশালী বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন হয়।

অনুষ্ঠানে টেলিনর গ্রুপের ইভিপি ও হেড অব ইমার্জিং এশিয়া ক্লাস্টার পিটার-বি. ফারবার্গ, টেলিনর হেলথের প্রধান নির্বাহী সাজিদ রহমান, বিজিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান, টেলিনর হেলথের পর্ষদ সদস্য নিতি পাল, এশিয়াটিক থ্রি সিক্সটির এক্সিকউটিভ ভাইস চেয়ারপারসন সারা যাকের, স্কয়ার হাসপাতালের গাইনি ও ধাত্রীবিদ্যা বিভাগের কনসালটেন্ট ড. নার্গিস ফাতেমাসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্যসাতদিনের সেরা