kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

এমপি নুরুল ইসলাম ওমর বিরোধীদলীয় প্রধান হুইপ

নিজস্ব প্রতিবেদক   

২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:১৫ | পড়া যাবে ১ মিনিটেএমপি নুরুল ইসলাম ওমর বিরোধীদলীয় প্রধান হুইপ

বগুড়া-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর বিরোধী দলীয় হুইপ নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে বিরোধীদলীয় প্রধান হুইপ নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছেন। এর আগে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ তাকে প্রধান হুইপ পদে নিয়োগের প্রস্তাব করে স্পিকারের কাছে সুপারিশ উত্থাপন করেন।

বৃহস্পতিবার বিরোধী দলীয় নেতার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

গত ১৩ আগস্ট রাতে জাতীয় সংসদে কুড়িগ্রাম-২ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য ও বিরোধী দলীয় প্রধান হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে ওই পদটি শুন্য হয়।

মন্তব্যসাতদিনের সেরা