kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

ভূমিকম্প

জাপানে নিরাপদে বাংলাদেশিরা হেল্পলাইন চালু

কূটনৈতিক প্রতিবেদক   

১৯ জুন, ২০১৮ ০৪:২৯ | পড়া যাবে ১ মিনিটেজাপানে নিরাপদে বাংলাদেশিরা হেল্পলাইন চালু

জাপানের ওসাকা অঞ্চলে গতকাল সোমবার সকালের ভূমিকম্পে কোনো বাংলাদেশি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। জাপানে বাংলাদেশ দূতাবাস জানায়, ওসাকা অঞ্চলে গতকাল সকালে ছয় দশমিক এক মাত্রার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। ওই অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে দূতাবাস যোগাযোগ করে জানতে পেরেছে যে হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি নেই।

বাংলাদেশ দূতাবাস আরো জানায়, শক্তিশালী ভূকম্পনের পর মৃদু কম্পন চলমান আছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতির ওপর দূতাবাস নিবিড় নজর রাখছে। দূতাবাস ইতিমধ্যে হেল্পলাইন (০৮০-৪০৬৫৬৬০১, ০৮০-৪৪৫৬১৯৭১) চালু করেছে। ভূমিকম্প দুর্গত এলাকায় বসবাসরত বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের পাশাপাশি যেকোনো তথ্য বা সহায়তা পেতে হেল্পলাইনে যোগাযোগ করতে দূতাবাস অনুরোধ জানিয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা