kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

নিহত রিমনের বাসায় শোকের মাতম!

কালের কণ্ঠ অনলাইন   

১৩ মার্চ, ২০১৮ ২৩:৩৩ | পড়া যাবে ১ মিনিটেনিহত রিমনের বাসায় শোকের মাতম!

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিধ্বস্ত হওয়া বিমানে সস্ত্রীক ছিলেন বাংলাদেশের রকিবুল হাসান। তার মা যেন ছেলের মৃত্যুর খবর জানতে না পারেন, সেজন্য বাসার ডিশ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

এদিকে নিহত রিমনের খিলক্ষেত নিকুঞ্জের বাসার দৃশ্য একেবারেই ভিন্ন। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। সারা বাড়িতে কান্নার রোল পড়েছে।

পাঁচ তলা যে বাড়িটিতে রিমন থাকতেন তার নাম 'জীবন নেছা ভিলা'। ওই বাড়িতে বসবাসরত সবাই এসেছেন চতুর্থ তলায় রানার গ্রুপের কাস্টমার কেয়ারের সিনিয়র ম্যানেজার এসএম মাহমুদুর রিমনের বাসায়।

রিমনের স্ত্রী ঝর্ণা মাহমুদ মঙ্গলবার সারাদিন কেঁদেই চলেছেন। বারবার বিলাপ করছিলেন, রিমন কোন জিনিস খেতে পছন্দ করে সেসব নিয়ে।

ঝর্ণার মা খাদিজা বেগমও এসেছেন মেয়ের সবচেয়ে দুঃখের দিনে। তিনিও সমানে কেঁদে চলছেন। বার বার শুধু বলছেন, আমার মেয়েটার এ কী হয়ে গেলো!

তাদের কান্না দেখে অবুঝ শিশুদেরও চোখ গলে বেরিয়ে আসছে পানি।

মন্তব্যসাতদিনের সেরা