kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

শৈত্যপ্রবাহ কমে যাওয়ায় স্বাভাবিক গ্রামীণ জীবন

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জানুয়ারি, ২০১৮ ১০:৪৪ | পড়া যাবে ১ মিনিটেশৈত্যপ্রবাহ কমে যাওয়ায় স্বাভাবিক গ্রামীণ জীবন

সারাদেশে শীতের প্রভাব কেটে যেতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে কমতে শুরু হয়েছে শীত। সকাল সকাল কুয়াশার কক্ষ ভেদ করে সূর্যের উকি জনমনে স্বস্তি এনে দিচ্ছে। মাঝে কিছুদিনের হাড় কাঁপুনি শীতে স্থবির হয়ে পড়েছিল সারাদেশ। শীত কমে গিয়ে তাই গ্রামীণ জীবন এখন অনেকটাই স্বাভাবিক।

এদিকে সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়। পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার শেষের দিকে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। 

আবহাওয়ার অবস্থায় বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তাই দেশের কোনো কোনো এলাকায় শৈত্যপ্রবাহ কেটে যেতে পারে।

মন্তব্যসাতদিনের সেরা