kalerkantho

বৃহস্পতিবার । ৯ বৈশাখ ১৪২৮। ২২ এপ্রিল ২০২১। ৯ রমজান ১৪৪২

শাহজাহানপুরে সমাহিত হলেন শিল্পী শাম্মী আখতার

নিজস্ব প্রতিবেদক   

১৭ জানুয়ারি, ২০১৮ ২২:৫৪ | পড়া যাবে ১ মিনিটেশাহজাহানপুরে সমাহিত হলেন শিল্পী শাম্মী আখতার

চির নিদ্রায় শায়িত হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাম্মী আখতার। আজ বুধবার বেলা আড়াইটার দিকে রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে জোহরের নামাজ শেষে শান্তিনগরের চামেলীবাগের আমিনবাগ জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।

শাম্মী আখতারের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে আজও তার চামেলীবাগের বাসভবনে এসেছিলেন গানের জগতের মানুষেরা। এসেছিলেন রথীন্দ্রনাথ রায়, ইন্দ্রমোহন রাজবংশী, সৈয়দ আবদুল হাদী, মাইনুল ইসলাম খান, খুরশিদ আলম, রফিকুল আলম, ফকির আলমগীর, এস ডি রুবেল, প্রিন্স মাহমুদ, মনির খান, জাহাঙ্গীর সায়ীদ, বাদশা বুলবুল, সেলিম আশরাফ, শফিক তুহিন প্রমুখ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শাম্মী আখতারের স্বামী শিল্পী আকরামুল ইসলাম জানিয়েছিলেন, মরদেহের অবস্থা ভালো না হওয়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোট যোগাযোগ করার পরেও নাগরিক শ্রদ্ধানুষ্ঠানের জন্য মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়নি।

দীর্ঘদিন ক্যান্সারে সঙ্গে লড়াই করে গতকাল মঙ্গলবার বিকেল ৪টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া গুণী এ শিল্পী।

মন্তব্যসাতদিনের সেরা