kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

প্রেসক্লাবে মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে

কালের কণ্ঠ অনলাইন   

৭ জানুয়ারি, ২০১৮ ১৩:৩০ | পড়া যাবে ১ মিনিটেপ্রেসক্লাবে মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে

মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেসুর রহমান বলেন, সরকারের কাছে আমাদের দাবি 'বেতন-ভাতার ব্যবস্থা করে দিন'। না হলে আমরা শুধুমাত্র অবস্থান কর্মসূচি পালন করবো না আরো কঠোর কর্মসূচির দিকে এগোব।

অবস্থান কর্মসূচিতে এ সময় এক হাজারের মতো মাদ্রাসা শিক্ষক অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, জাতীয়করণের দাবিতে গত ১ জানুয়ারি (সোমবার) থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা।

মন্তব্যসাতদিনের সেরা