kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

নন-এমপিও শিক্ষকদের অনশন ভাঙাতে গেছেন শিক্ষামন্ত্রী

কালের কণ্ঠ অনলাইন   

২ জানুয়ারি, ২০১৮ ১১:৫৬ | পড়া যাবে ১ মিনিটেনন-এমপিও শিক্ষকদের অনশন ভাঙাতে গেছেন শিক্ষামন্ত্রী

নন-এমপিও শিক্ষকদের অনশন ভাঙাতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার সকালে শিক্ষকদের অনশন ভাঙাতে যান তিনি।

নন-এমপিও শিক্ষকরা দেড় বছরেরও বেশি সময় ধরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করে আসছেন। আমরণ অনশন ও অবস্থান ধর্মঘটের পাশাপাশি বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপিও দিয়েছেন তারা। 

তারপরেও ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির ব্যবস্থা করা হয়নি।

এসব কারণে ২০১৭ সালের ২৬ ডিসেম্বর থেকে নন-এমপিও শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। এর আগে শিক্ষামন্ত্রী তাদেরকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।

তবে মন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করে ৩১ ডিসেম্বর থেকে আমরণ অনশন শুরু করেন শিক্ষকরা। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের দাবি, ১০ থেকে ১৫ বছর বিনা বেতনে শিক্ষাদান করে আসছেন তারা। 

ফলে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদের। শিক্ষার মান সে কারণে ধরে রাখতে পারছেন না বলেও জানিয়েছেন তারা।

 

 

 

মন্তব্যসাতদিনের সেরা