kalerkantho

রবিবার । ২ অক্টোবর ২০২২ । ১৭ আশ্বিন ১৪২৯ ।  ৫ রবিউল আউয়াল ১৪৪৪

শিশু একাডেমির পরিচালক হলেন ছড়াকার আনজীর লিটন

কালের কণ্ঠ অনলাইন   

২১ নভেম্বর, ২০১৬ ১৬:৪৫ | পড়া যাবে ১ মিনিটেশিশু একাডেমির পরিচালক হলেন ছড়াকার আনজীর লিটন

শিশু সাহিত্যিক ও ছড়াকার আনজীর লিটনকে শিশু একাডেমির পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।  
আজ শিশু একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী একবছর আনজীর লিটনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আনজীর লিটন ১৯৬৫ সালের ১৭ জুন ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের তীরে জন্মগ্রহণ করেন। তার শৈশব-কৈশোর কেটেছে গ্রামে।

বিজ্ঞাপন

আনজীর লিটনের প্রথম লেখা প্রকাশিত হয় ‘দৈনিক জাহান’-এ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয় পড়াশুনা করেছেন।  
আনজীর লিটন লেখালেখির স্বীকৃতিস্বরূপ অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, কুসুমের সেরা সাহিত্য পুরস্কারসহ বেশকিছু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।সাতদিনের সেরা