kalerkantho

বৃহস্পতিবার । ২২ শ্রাবণ ১৪২৭। ৬ আগস্ট  ২০২০। ১৫ জিলহজ ১৪৪১

সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক আর নেই

কালের কণ্ঠ অনলাইন   

৪ নভেম্বর, ২০১৬ ১১:৪৭ | পড়া যাবে ১ মিনিটেসাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক আর নেই

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা জিয়াউল হক জিয়া মৃত্যুবরণ করেছেন। শুক্রবার ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, দীর্ঘদিন ধরে জিয়াউল হক কোলন ক্যান্সারে ভুগছিলেন। এ ছাড়া তার কিডনি ও হার্টের সমস্যা ছিল। জিয়াউল হকের ছেলে মুশফিকুল হক জয় তার সঙ্গে ব্যাংককে আছেন। আগামীকাল শনিবার তার লাশ দেশে নিয়ে আসা হবে বলেও জানান শায়রুল কবির।

১৯৫৩ সালের ১১ মার্চ লক্ষ্মীপুরের রামগঞ্জে জন্মগ্রহণ করেন জিয়াউল হক। ১৯৮৬ সালে তিনি বিএনপির রাজনীতিতে যোগ দেন। লক্ষ্মীপুর ১ আসন থেকে ধানের শীষ প্রতীকে তিনবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন জিয়াউল হক। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা