kalerkantho

বুধবার । ৪ কার্তিক ১৪২৮। ২০ অক্টোবর ২০২১। ১২ রবিউল আউয়াল ১৪৪৩

মেহজাবিন বেশ কটি বিড়াল হত্যা করেছে পাশবিক কায়দায়

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মার্চ, ২০১৯ ১২:১৪ | পড়া যাবে ২ মিনিটে



মেহজাবিন বেশ কটি বিড়াল হত্যা করেছে পাশবিক কায়দায়

কোমল চেহারার ভয়ানক এক নারী, যে নির্মম আর নিষ্ঠুরভাবে খুন করেছে একটি প্রাণকে! যে কিনা কোনো সন্ত্রাস বা জঙ্গি থেকে কম না। বিড়ালটিকে হত্যা করার সময় করা ভিডিওটি দেখে যেকোন সুস্থ মানুষ অসহায় বোধ করবে। 

জানা যায়, ইসরাত জাহান মেহজাবিন নামের ঢাকার গোপীবাগে সতেরো বছরে এই তরুণী নিজের হাতে চাকু দিয়ে টুকরো টুকরো করেছে নিজেরই পোষা বিড়ালকে। সেটাও আবার ফেইসবুকে ছেড়েছে দাপটের সাথে। সামাজিক মাধ্যমে জানা যায়, মেহজাবিন বিড়াল বা প্রাণী হত্যার একজন সিরিয়াল কিলার। মোটিভ দেখে বোঝা যায়, মেয়েটি যেকোনো দিন মানুষও টুকরো টুকরো করতে পারে। 

শুধু তাই নয় সে একটি কিংবা দুটি বিড়াল নয় বরং বেশ কটি বিড়াল বা নানান প্রাণী হত্যা করেছে পাশবিক কায়দায়। মেহজাবিনের বক্তব্য সে ডাক্তার হতে চায় এজন্য নাকি এমন টুকরো টুকরো বা কাঁটাছেঁড়া। এরপর এমন ঘটনায় প্রাণী সংগঠন তার বিরুদ্ধে মুগদা থানায় মামলা করে ২১.০৩.২০১৯ তারিখে, মামলা নম্বর ৫২।

...ফেসবুক থেকে সংগৃহিত


(এ বিভাগে প্রকাশিত লেখা ও মন্তব্যের দায় একান্তই সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারীর, কালের কণ্ঠ কর্তৃপক্ষ এজন্য কোনোভাবেই দায়ী নয়)



সাতদিনের সেরা