ছবি ফেসবুক থেকে
আহারে, মৃত্যু কার কখন আসে কেউ নাকি জানে না! অথচ এই সুদর্শন ছেলেটা তার মৃত্যুর ক্ষণ গুণছে!
ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর প্রথম দফায় চিকিৎসা নিয়ে ক্লাসেও ফিরেছিল। কিন্তু জেঁকে বসা মরণব্যাধি একেবারে ছেড়ে যায়নি তার শরীর। এবার একেবারে ‘শেষ পর্যায়ে’ নিয়ে গেছে ছেলেটাকে। চিকিৎসক যারা, তারা বলতে পারেন, এখান থেকে ফেরানো নাকি আর সম্ভব নয়! গত কয়েক সপ্তাহ কিছু খেতে পারছে না! চিকিৎসকরা বলছেন, সর্বোচ্চ নাকি আর ৭ দিন বাঁচবে!
এই সত্যটা জেনে সে মাফ চেয়ে নিচ্ছে সবার কাছে এই বলে, ‘শুধু এতটুকু মেসেজ দেওয়ার জন্য- আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহর ভয় করুন। এটা আমার লাস্ট স্ট্যাটাস। আল্লাহ হাফেজ। আল্লাহ যেন আমাকে জান্নাত নসিব করেন। সবাই দুয়া করবেন।’
আমাদের কি কেবলই চেয়ে থাকতে হবে? ওহ রে 'এ এইচ মোখলেসুর রহমান' ভাইটা।
- হুসাইন আজাদ এর ফেসবুক থেকে
(নাগরিক মন্তব্য বিভাগে প্রকাশিত লেখা ও মন্তব্যের দায় একান্তই সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারীর, কালের কণ্ঠ কর্তৃপক্ষ এজন্য কোনোভাবেই দায়ী নন।)
মন্তব্য