১. আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান মাতা-পিতাকে এ দোয়া শিখিয়েছেন—‘রব্বি লা-তাযারনী ফারদাঁও ওয়া আন্তা খাইরুল্ ওয়ারিছীন্। ’
অর্থাৎ ‘হে আমার রব, আমাকে একা রেখো না। তুমি তো উত্তম উত্তরাধিকারী। ’ (সুরা : আম্বিয়া, আয়াত : ৮৯)
২. জাকারিয়া (আ.) বার্ধক্য পর্যন্ত নিঃসন্তান ছিলেন।
বিজ্ঞাপন
অর্থাৎ ‘হে আমাদের প্রতিপালক! আপনার পক্ষ থেকে আমাকে পূতপবিত্র সন্তান দান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা কবুলকারী। ’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৩৮)
৩. ইবরাহিম (আ.) একসময় নিঃসন্তান ছিলেন। তিনি আল্লাহর কাছে এ মর্মে দোয়া করেছেন—‘রব্বি হাবলি মিনাস সালেহিন। ’
অর্থাৎ ‘হে আমার প্রভু! আমাকে সৎকর্মশীল সন্তান দান করো। ’ (সুরা : সাফফাত, আয়াত : ১০০)
৪. আল্লাহর খাঁটি বান্দাদের পরিচয় দিয়ে কোরআনে বলা হয়েছে, তাঁরা নেক স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করেন। ইরশাদ হয়েছে, ‘রব্বানা-হাবলানা-মিন্ আয্ওয়াজ্বিনা ওয়া যুররিয়্যা-তিনা-কুর্রতা আ’ইয়ুন ওয়া জা’আল্না-লিল মুত্তাকীনা ইমামা। ’
অর্থাৎ ‘হে আমাদের প্রতিপালক! আমাদের স্ত্রী ও সন্তান-সন্ততিদের আমাদের জন্য চোখ শীতলকারী করো এবং আমাদের পরহেজগারদের জন্য আদর্শ হিসেবে বানাও। ’ (সুরা : ফুরকান, আয়াত : ৭৪)