করোনাকালের দুই বছর পর হজে অংশ নিতে সৌদি আরব পৌঁছেছে বিদেশি হজযাত্রীদের প্রথম দল। আজ শনিবার (৪ জুন) মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে ইন্দোনেশিয়ার হজযাত্রীরা। এসময় হজযাত্রীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফুল, খেজুর ও জমজম পানীয় দিয়ে বরণ করা হয়। সৌদি বার্তা সংস্থার সূত্রে আরব নিউজ এ তথ্য জানায়।
বিজ্ঞাপন
প্রতি বছরের এবারের হজেও ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশিসংখ্যক মুসল্লি অংশ নেবে। দেশটি থেকে এক লাখ ৫১ জনঅংশ নেবে। এর মধ্যে হজের প্রথম দল হিসেবে আজ মদিনায় পৌঁছেছেন ৩৫৪ জন। আজ মালয়েশিয়া থেকে হজযাত্রীদের সৌদি পৌঁছার কথা রয়েছে। আগামীকাল রবিবার (৫ জুন) বাংলাদেশ ও ভারত থেকে এবং আগামী সোমবার (৬ জুন) পাকিস্তান থেকে হজযাত্রীদের গমন শুরু হবে।
এদিকে গত ২ জুন সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তাওফিক ফাওজান আল রাবিয়াহ বলেন, এ বছর সারা বিশ্বের ১০ লাখ মুসলিম হজ পালন করতে পারবেন। এর মধ্যে সৌদি থেকে ১৫ শতাংশ ও সারা বিশ্ব থেকে ৮৫ শতাংশ হজযাত্রী থাকবে। এবার হজপালনের অনেক বেশি আবেদন থাকলেও হজযাত্রীদের নিরাপত্তা আমরা অগ্রাধিকার দিচ্ছি। কভিড-১৯ মহামারি থেকে সুরক্ষা নিশ্চিত করে হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে কাজ চলছে।
খবরে জানা যায়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবারের হজে অংশ নিতে সবদেশের জনসংখ্যার ভিত্তিতে সংখ্যা নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। সবচেয়ে বেশিসংখ্যক হাজি অংশ নেবে ইন্দোনেশিয়া থেকে। দেশটি থেকে এক লাখ ৫১ জন অংশ নেবে। পাকিস্তান থেকে ৮১ হাজার ১৩২, ভারত থেকে ৭৯ হাজার ২৩৭ জন এবং বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে অংশ নেবেন।
করোনা মহামারির কারণে গত বছর সীমিতসংখ্যক হজযাত্রী হজ পালন করতে পেরেছেন। সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালে ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেছেন। মহামারির আগে ২০ লাখের বেশি লোক হজ পালন করতেন। ২০২০ সালে কঠোর বিধি-নিষেধ মেনে হাজার সীমিতসংখ্যক লোক হজ পালন করেন।
সূত্র : আরব নিউজ
Madinah recieved first Flight of Hujjaj from Indonesia 🇮🇩 today! pic.twitter.com/ezIDkqfa99
— Haramain Sharifain (@hsharifain) June 4, 2022