নতুন আরেকটি মসজিদ উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) আংকারার ইউনিভার্সিটি অব হেলথ সাইন্স-এর ক্যাম্পাসে গুলহান মসজিদ নামের নতুন মসজিদটি উদ্বোধন করেন তিনি।
জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ও শহরবাসীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এতে এরদোয়ান ছাড়াও আরো উপস্থিত ছিলেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ আকতাই, স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সুওয়াইলু, প্রতিরক্ষামন্ত্রী খালুসি আকার, যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রী মুহাম্মাদ মুহাররাম কাসাব উগলু, শিল্প ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী মুসতফা ওরানকসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
২০১৮ সালে ডিসেম্বর মাসে তুরস্কের ধর্মবিষয়ক প্রধান ড. আলি ইরবাশ গুলহান জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
চমৎকার স্থাপত্যে নির্মিত গুলহান মসজিদের পরিধি চার হাজার বর্গ মিটার। একসঙ্গে এ মসজিদে দুই হাজার এক শত মুসল্লি নামাজ পড়তে পারবেন। মসজিদের ভেতর একটি অধ্যয়ন কেন্দ্র, গ্রন্থাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
الرئيس #أردوغان يفتتح جامع "#غولهانة" بـ #أنقرة
— ANADOLU AGENCY (AR) (@aa_arabic) January 28, 2022
المبني داخل حرم جامعة العلوم الصحيةhttps://t.co/V2kfsNSm4l pic.twitter.com/TKRmieVcXf