kalerkantho

মঙ্গলবার । ১১ মাঘ ১৪২৮। ২৫ জানুয়ারি ২০২২। ২১ জমাদিউস সানি ১৪৪৩

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আফগান তরুণীর সাফল্য

অনলাইন ডেস্ক   

৬ ডিসেম্বর, ২০২১ ১৫:৫২ | পড়া যাবে ২ মিনিটেআন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আফগান তরুণীর সাফল্য

আফগানিস্তানের প্রতিযোগী বারিরাহ বিনতে আবদুর রহিম কাজি। ছবি - সংগৃহীত

নারী হাফেজদের নিয়ে দুবাইয়ে শাইখা ফাতিমা বিনতে মুবারক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার এ অংশে অংশগ্রহণ করেছিলেন ৫০টি দেশের প্রতিযোগীরা। এর মধ্যে শীর্ষ ১০ প্রতিযোগীর মধ্যে স্থান করে নিয়েছেন আফগানিস্তানের বারিরাহ বিনতে আবদুর রহিম কাজি।

গত ২০-২৭ নভেম্বর পর্যন্ত দুবাইয়ের আন্তর্জাতিক এ প্রতিযোগিতার পঞ্চম পর্ব অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

এতে শীর্ষ ১০ জন প্রতিযোগীকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়েছে। বাকি প্রতিযোগীদের বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।  

এ বছর আন্তর্জাতিক এ প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেছেন মিসরের নাদা বিনতে আহমদ ফাতহি আবদুল লতিফ। দ্বিতীয়  স্থান অধিকার করেছেন যুক্তরাষ্ট্রের রুওয়াইদাহ বিনতে কাসিম মুহাম্মদ। তৃতীয় স্থান অধিকার করেছেন কেনিয়ার মুনা আবদি ফাতার আবদি ফারাহ।  

এর পরের স্থান অধিকার করেছেন যথাক্রমে আলজেরিয়ার সোনিয়া বিনতে বালআতিল, জর্দানের ইমান বিনতে আহমদ মুহাম্মদ আবু আলিকাহ, আফগানিস্তানের বারিরাহ বিনতে আবদুর রহিম কাজি, ক্যামেরুনের সাদিয়াহ বিনতে ওমর আবকার, নাইজেরিয়ার আসিয়া বিনতে আলি আহমদ ও মৌরিতানিয়ার জিনাহ আশশাওয়াফ।  

প্রতিবছরের মতো এ বছরও শাইখা ফাতিমা বিনতে মুবারক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সার্বিক তত্ত্বাধান করেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। সমাপনী পর্বে উত্তীর্ণ প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করার সময় উপস্থিত ছিলেন আল নাহদা উইমেনস অ্যাসোসিয়েশন ও বোর্ড অব ডিরেক্টরস প্রধান আমিনা বিনতে হুমাইদ আল তায়ের এবং জেনারেল উইম্যানস ইউনিয়নের সেক্রেটারি জেনারেল নুরা বিনতে খালিফা আল সুওয়াইদি।  

সূত্র : আল বায়ান।সাতদিনের সেরা