kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

কোরআন হিফজ শেষ করে ফিলিস্তিনি শিশুর কান্না

অনলাইন ডেস্ক   

৪ ডিসেম্বর, ২০২১ ১২:৩১ | পড়া যাবে ২ মিনিটেকোরআন হিফজ শেষ করে ফিলিস্তিনি শিশুর কান্না

ফিলিস্তিনের শিশু আবদুল্লাহ আল হামস।

পবিত্র কোরআন হিফজ শেষ করার অনুভূতি ভাষায় প্রকাশের মতো নয়। দীর্ঘ পরিশ্রম ও প্রচেষ্টার পর শিশু-কিশোরদের অর্জন সত্যিই প্রশংসনীয়। তাই হিফজের শেষ মুহূর্তগুলো স্মরণীয় থাকে আজীবন। এমনকি অনেকে এ অর্জনকে ঘিরে নানা ধরনের আয়োজনও করে থাকেন।

বিজ্ঞাপন

সম্প্রতি ফিলিস্তিনের গাজার শিশু আবদুল্লাহ আল হামস পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ফিলিস্তিনি শিশু কোরআন হিফজের শেষ পাঠ তার বাবাকে শুনাচ্ছেন। পাঠ শেষ না হতেই তাকে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন।  

আবদুল্লাহ সুরা বাকারাহ পাঠ করে কোরআন হিফজ শেষ করেন। এ সুরার শেষের আয়াতগুলো পাঠকালে তিনি কান্না করে দেন। এরপর বাবাকে নিয়ে সে সেজদায় পড়ে যান। কোরআন হিফজের সম্পন্ন করে কৃতজ্ঞতায় মহান রবের সামনে বাবা ও সন্তানের সেজাদার দৃশ্য সবার মনে তৈরি করে অন্য অনুভূতি।  

আবদুল্লাহ বলেন, ‘পবিত্র কোরআন হিজফ সম্পন্ন করা তার জীবনের সবচেয়ে ইচ্ছা ছিল। মহান আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি আমাকে তা পূরণের সুযোগ দিয়েছেন। এরপর আমার বাবা-মা ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই, তারা আমাকে সব সময় এ কাজে সহযোগিতা করেছেন। ’ 

সূত্র : আলজাজিরা মুবাশিরসাতদিনের সেরা