kalerkantho

রবিবার । ২০ অগ্রহায়ণ ১৪২৮। ৫ ডিসেম্বর ২০২১। ২৯ রবিউস সানি ১৪৪৩

হজ বিষয়ক নতুন মন্ত্রী নিয়োগ দিলেন সৌদি বাদশাহ

অনলাইন ডেস্ক   

১৬ অক্টোবর, ২০২১ ১৫:১৯ | পড়া যাবে ১ মিনিটেহজ বিষয়ক নতুন মন্ত্রী নিয়োগ দিলেন সৌদি বাদশাহ

করোনাকালের স্বাস্থ্য পরিস্থিতি উন্নতির মুহূর্তে নতুন স্বাস্থ্য মন্ত্রী ও হজ বিষয়ক মন্ত্রী নিয়োগ দিয়েছেন সৌদি বাদশাহ। শুক্রবার (১৫ অক্টোবর) সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের এক রাজকীয় নির্দেশনায় নতুন মন্ত্রীদের নিয়োগ দেওয়া হয়। 

সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ সূত্রে জানা যায়, নতুন হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী হিসেবে তাওফিক আল রাবিয়াহকে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আর নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ফাহাদ আল জালাজেলকে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি স্বাস্থ্য পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 

রাজকীয় নির্দেশনায় বাদশাহ সালমান সৌদির ইয়ানবু, উমলুজ, আল-ওয়াজ ও দুবা অঞ্চল উন্নয়নে একজন উপমন্ত্রীকে চেয়াম্যান করে একটি কমিশন গঠনের নির্দেশ দেন। এছাড়াও লেফটেন্যান্ট জেনারেল মুতলাক বিন সালেম আল আজিমাকে জেনারেল পদে উন্নীত করে তাকে যৌথ বাহিনীর কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এদিকে পরিবহন ও লজিস্টিক সেবার সহাকারি মন্ত্রী আবদুল আজিজ আল-আরেফিকে মন্ত্রিসভার সচিবালয়ে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সূত্র : আরব নিউজ সাতদিনের সেরা